প্রকাশিত: Wed, Dec 27, 2023 8:34 PM
আপডেট: Tue, Jul 1, 2025 10:09 PM

[১]বশেমুরকৃবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক কর্মশালা

এ এইচ সবুজ, গাজীপুর:[২] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরকৃবি) ইনোভেশন টিম ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ' বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

[৩] বুধবার আইকিউএসি সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। [৪] পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড. মোতাহার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক (গবেষণা) প্রফেসর ড. আবিয়ার রহমান।  [৫] কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন টিমের সম্মানিত সদস্যবৃন্দ ছাড়াও আইকিউএসি’র সহযোগী পরিচালক (ইটিএল) প্রফেসর ড. দীনেশ চন্দ্র সাহা, সহযোগী পরিচালক (কিউএ) ড. আসিফ রেজা অনীক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।